অ্যাকসেসিবিলিটি লিংক

পবিত্র রমজান মাসে চীনে সংখ্যালঘু মুসলমানরা হয়রানি ও আরো দমনের শিকার


চীন সরকার পবিত্র রমজান মাসে চীনের উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের মুসলমান সংখ্যালঘু জনগণের বিরুদ্ধে হয়রানি ও দমন অভিযান জোরদার করেছে I এই অভিযান সম্পর্কে মানবাধিকার সক্রিয়বাদী এবং উইঘুর নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন I উইঘুর সক্রিয়বাদী ও মানবাধিকার সংস্থাগুলি জানায় ২০১৭ সাল থেকে উইঘুর মুসলমানদের ওপর তারা এই দমন অভিযান পুনরায় শুরু করে এবং ১,২০.০০০ মুসলমানদের আটক করে I

World Uighur Congress 'র নেতা, Dalkun Isa জানিয়েছেন, গত বছর থেকেই চীন সরকার মুসলমান সরকারী কর্মচারীদের রোজা রাখতে ও মাসজিদে যেতে বাঁধা দিয়েছে I তিনি বলেন, গোপনে কেউ যদি রোজা রেখেছেন, তবে লাঞ্চের সময় ইচ্ছাবশতঃ তারা তাদের পানি ও খাবার খেতে দিয়েছে I

XS
SM
MD
LG