ব্রেক্সিটের প্রভাব এক মাসের মধ্যেই পড়তে শুরু করেছে বৃটিশ অর্থনীতিতে। সংকোচিত হচ্ছে অর্থনীতি। ডলারের বিপরীতে পাউন্ডের দাম অনেক কমে গেছে।
যুক্তরাজ্যের ১২৫০টি বড় প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা নির্বাহীদের নিয়ে পরিচালিত একটি জরিপের ফলাফলে অর্থনীতির মন্দার চিত্রটি ফুটে উঠেছে।
শুক্রবার প্রকাশিত সংস্থাটির ২০ বছরের ইতিহাসে এর ক্রয় ব্যবস্থাপক সূচকে এবার সবচেয়ে বড় অবনমন দেখা গেছে। বছরের তৃতীয় কোয়ার্টারে বৃটিশ অর্থনীতি শূন্য দশমিক চার (০.৪) শতাংশ হারে সংকোচিত হচ্ছে। অথচ প্রথম কোয়ার্টারে অর্থনীতি বেড়ে ছিল শূন্য দশমিক চার (০.৪) শতাংশ। লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরী।