অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রিটেনের সংসদ ব্রেক্সিট সংক্রান্ত নতুন চুক্তি অনুমোদনের জন্য পর্যা্প্ত সময় পাবেন: বরিস জনসন


ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন আজ ঘোষণা করেছেন যে, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে আসার সময়সীমা ৩১ অক্টোবরের আগে সংসদের অধিবেশন বসার সময় কমিয়ে দেবার পদক্ষেপ নিচ্ছেন।

জনসন বলেন যে, তিনি রানী এলিজাবেথের কাছে অনুরোধ করেছেন যে তিনি যেন সংসদের বর্তমান অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন এবং ১৪ অক্টোবর রাণীর ভাষণের মাধ্যমে নতুন অধিবেশন শুরু করেন যাতে তাঁর সরকারের কর্মসূচি ব্যক্ত করা হবে।

হাউজ অফ কমনস এর স্পীকার জন বার্কো জনসনের এই কর্মকান্ডকে সংবিধান অবমাননা বলে অভিহিত করেন এবং বলেন যে, এর আসল উদ্দেশ্যটা হচ্ছে সংসদকে ব্রেক্সিট নিয়ে বিতর্ক করার এবং দেশের ভবিষ্যৎ ঠিক করার ক্ষেত্রে সংসদকে তার দায়িত্ব থেকে বিরত রাখা।

জনসন ব্রিটেনকে চুক্তিসহ কিংবা চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন থেকে বের করে আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

জনসন তাঁর ভাষণের পর ই.ইউ কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন এবং তিনি বুধবার বলেন, সংসদ নতুন চুক্তি অনুমোদনের জন্য পর্যা্প্ত সময় পাবে।

XS
SM
MD
LG