অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রিটেনের নির্বাচনের ফলাফলে রাজনৈতিক অনিশ্চয়তার আভাস 


ব্রিটেনের সাধারণ নির্বাচনে প্রধান বিরোধী দললেবারপার্টি আশাতীত সংখ্যক আসন পেয়ে এগিয়ে যাওয়ায় সেখানে রাজনৈতিক অনিশ্চয়তা দেখা দিয়েছে।নির্বাচন কোন দলই একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেনি।

হাউজ অফ কমন্সের ৬৫০টি আসানের মধ্যে রক্ষণশীল দল পেয়েছে ৩১৮ টি আসন এবং লেবার পার্টি পেয়েছে ২৬১টি। নির্বাচনের আগে রক্ষণশীল দলের ছিল ৩৩০টি আসন এবং লেবার পার্টির ছিল ২২৯টি আসন।


ডাউনিং ষ্ট্রীটের কর্মকর্তারা জানিয়েছেন যে টেরিসা মে আজ বাকিংহাম প্যালেসে রানির সংগে দেখা করবেন এবং তার অনুমতি নিয়ে সরকার গঠন করবেন। তার পরিকল্পনা নর্দার্ন আয়ারল্যান্ডের ইউনিয়নিষ্ট দলের সমর্থন নিয়ে তিনি সরকার গঠন করতে সক্ষম হবেন।


তবে লেবার পার্টি, তৃতীয় দলগুলো এবং কিছু রক্ষণশীলরাও প্রধানমন্ত্রী পদত্যাগ দাবী করছেন।

XS
SM
MD
LG