ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ থেকে ব্রিটেনের বেরিয়ে আসারপ্রশ্নে টেরিসা মে’র, নিজের দলের মধ্যে মত বিরোধ সৃষ্টির ফলে কনজারভেটিভ পার্টির প্রধানের পদ থেকে তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দেন। মার্গারেট থেচার এবং ডেভিড ক্যামেরোনের পর তিনি হচ্ছেন তৃতীয় নেতা যিনি পদত্যাগ করছেন।
মে’র মন্ত্রী পরিষদ থেকে ব্যাপক সংখ্যক মন্ত্রীর পদত্যাগের হুমকি এবং নিজের দলের সদস্যের প্রতিবাদেরকারণে তিনি শুক্রবার পদত্যাগ করার ঘোষণা দিতে বাধ্য হন।
তবে কনজারভেটিভ দলের নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর পদে বহাল থাকবেন।