অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাজ্যে মন্ত্রিসভায় পরিবর্তন, পররাষ্ট্র মন্ত্রী বদল


সদ্য নিয়োগপ্রাপ্ত বিচারমন্ত্রী, ডমিনিক ৱ্যাব লন্ডনের ডাউনিং স্ট্রিটে হাঁটছেন, ১৫ই সেপ্টেম্বর, ২০২১/রয়টার্স
সদ্য নিয়োগপ্রাপ্ত বিচারমন্ত্রী, ডমিনিক ৱ্যাব লন্ডনের ডাউনিং স্ট্রিটে হাঁটছেন, ১৫ই সেপ্টেম্বর, ২০২১/রয়টার্স


ব্রিটেনের প্রধানমন্ত্রী,বরিস জনসন বুধবার পররাষ্ট্রমন্ত্রী,ডমিনিক ৱ্যাবকে ঐ পদ থেকে সরিয়ে বিচারমন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন I অনেকের ধারণা কোভিড-১৯ এর লক ডাউনে ক্ষতিগ্রস্ত অর্থনীতির পুনরুদ্ধারের প্রয়াসে তিনি মন্ত্রিসভায় পরিবর্তন এনেছেনI

লিজ ট্রাস্ সম্ভবত, আন্তর্জাতিক বাণিজ্য বিষয় মন্ত্রীর পদ ছেড়ে এই পদটি পেতে চলেছেন I অন্যান্য কয়েকজন মন্ত্রীকে বাদ দেয়া হয়েছে বা পুনর্নিয়োগ করা হয়েছে I

প্রধানমন্ত্রী জনসন আরো জানান, বিচার বিভাগীয় মন্ত্রী, রবার্ট বাকল্যান্ড, বাসস্থান মন্ত্রী, রবার্ট জেনরিক এবং শিক্ষামন্ত্রী, গাভিন উইলিয়ামসন তাদের পদে আর থাকছেন নাI

প্রধানমন্ত্রী জনসন আঞ্চলিক অসমতা মুকাবিলার প্রতিশ্রুতি দিয়ে ২০১৯ সালে ক্ষমতায় আসেন। মার্গারেট থ্যাচারের পর তার দল কনজারভেটিভ পার্টি নির্বাচনে সর্ববৃহৎ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জেতে।

কোভিড-১৯ সেই পরিকল্পনা নস্যাৎ করে দেয় I জনসনের মুখপাত্র সাংবাদিকদের জানান,"আমরা জানি, জনগণ চান, যে আমরা অগ্রাধিকার বিষয়গুলির প্রতি নজর দেই, তাই প্রধানমন্ত্রী নিশ্চিত করতে চান যে, সেই যোগ্য টিম আমাদের রয়েছে"I

তালিবান আফগানিস্তান দখলের সময়, গ্রিসে ছুটি কাটানোর জন্য ডমিনিক ৱ্যাব, কড়া সমালোচনার মুখে পড়েন I


(কিছু তথ্য এসোসিয়েটেড প্রেস ও রয়টার থেকে পাওয়া)

XS
SM
MD
LG