ব্রিটেনের একটি নতুন গবেষণা জাহাজ আগামী সপ্তাহের গ্লাসগো জলবায়ু সম্মেলনের আগে দৃষ্টি আকর্ষণের জন্য লন্ডনে পৌঁছেছে। ব্রিটিশ ব্রডকাস্টার স্যার ডেভিড অ্যাটেনবারোর নামে জাহাজটির নাম রাখা হয়েছে।
১২৯ মিটার দীর্ঘ আরএসএস স্যার ডেভিড অ্যাটেনবরো নামের জাহাজটি সমুদ্রের পরীক্ষাগুলো সম্পন্ন করেছে এবং চালু হবার জন্য প্রস্তুত।
মেরু বিজ্ঞানের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা এবং কেন এটি দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ সে সম্পর্কে সচেতনতা বাড়াতে ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে দ্বারা আয়োজিত তিন দিনের জন উৎসবের অংশ হিসেবে জাহাজটি বুধবার টেমস নদীতে যাত্রা শুরু করে।
অ্যাটেনবরো যিনি প্রকৃতি এবং গ্রহের উপর তার তথ্য চিত্রের জন্য পরিচিত, তিনি জাহাজে একটি উদ্ভোধনী অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিপদের কথা মনে করিয়ে দেন এবং গ্লাসগোতে পরের সপ্তাহের জলবায়ু শীর্ষ সম্মেলনে যোগদানকারী প্রতিনিধিদের কাছে পদক্ষেপ নেবার আহ্বান জানান।
(এই প্রতিবেদনের কিছু তথ্য এপি থেকে নেওয়া )