যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আজ ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে‘র সঙ্গে আলোচনায় বসছেন। ব্রিটেনের 'দ্য সান' পত্রিকায় দেওয়া মি. ট্রাম্পের এক বিস্ফোরণ ধর্মী সাক্ষাৎকার এই আলোচনায় রেখাপাত করতে পারে। ঐ সাক্ষাৎকারে তিনি ব্রেক্সিটের ব্যাপারটি মে যে ভাবে পরিচালনা করছেন তাতে তিনি তাঁর তীব্র সমালোচনা করেন এবং তাঁর সাবেক পররাষ্ট্র মন্ত্রীর প্রশংসা করেন। ট্রাম্প আরো বলেন যে, টেরিজা মে‘র স্থলাভিষিক্ত হবার জন্য তিনিই যোগ্য প্রার্থি। তা ছাড়া তিনি লন্ডনের অপরাধের জন্য শহরটির অভিবাসিদের দোষারোপ করেন।
এই দুই নেতা বর্তমানে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ষোল শতকের ম্যানর হাউজ চেকার্সে বৈঠক করছেন। হোয়াইট হাউজের কর্মকর্তারা বলছেন, তাঁদের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যসহ পররাষ্ট্র নীতি। আলোচনার শুরুতে প্রেসিডেন্ট সংবাদদাতাদের বলেন, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক অত্যন্ত দৃঢ়। তিনি অবশ্য সান পত্রিকায় দেওয়া তাঁর সাক্ষাৎকার সম্পর্কে কিছু বলেননি।
চেকার্সে যাবার আগে ট্রাম্প স্যান্ডহার্স্টে রয়্যাল মিলিটারি একাডেমি পরিদর্শন করছেন। বৈঠকের পর তিনি ফার্স্ট লেডি মেলানিয়াকে নিয়ে উন্ডসার ক্যাসলে রাণী এলিজাবেথের সঙ্গে এক চা চক্রে মিলিত হবেন।
ট্রাম্প তাঁর এই সফরে হেলিকপ্টারে করে বিভিন্ন জায়গায় যাচ্ছেন , তবে ব্রিটেনে তাঁর এই প্রথম সফরের সময়ে রাস্তায় তাঁর বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে । লন্ডনের মেয়র সাদেক খা্ন বলেছেন এই সব বিক্ষোভ আমেরিকার বিরুদ্ধে নয় । এ হচ্ছে ভয় ও হাতাশার রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ।