অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেন ও রুশ নেতাদের মধ্যে আগামী সপ্তাহে বৈঠক


ইউক্রেন ও রুশ সমর্থিত বিদ্রোহীদের ৫ বছরের লড়াইয়ের নিষ্পত্তিতে রাশিয়া ও ইউক্রেনের নেতারা আগামী সপ্তাহে প্যারিসে প্রথমবারের মতো মুখোমুখী আলোচনায় বসবেন I ৫ বছরের অধিক সময় ধরে ইউক্রেনের DONBAS অঞ্চলে ইউক্রেনের সরকারি বাহিনী ও রুশ পন্থী বিচ্ছিন্নতাবাদীরা লড়াইয়ে লিপ্ত রয়েছে I দুটি পক্ষের লড়াইয়ে নিহত হয়েছেন ১৩০০০ বেশি অসামরিক জনগন I ইউরোপীয় শক্তিবর্গ এই সংঘাত বন্ধে প্রয়াস চালিয়েছেন বহুবার, তবে ব্যর্থ হয়েছেন I এরই প্রেক্ষাপটে পূর্বাঞ্চলীয় ইউক্রেনে যুদ্ধ অবসানের নির্বাচনী প্রতিশ্রূতি দিয়ে, কৌতুক অভিনেতা, জেলেনস্কি বিপুল ভোট জয়ী হয়ে সে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন I দৃশ্যতঃ কিছুটা হলেও তিনি সফল হয়েছেন, যেমন বন্দি বিনিময় চুক্তির আওতায় দুটি দেশের সেনারা স্ব স্ব দেশে ফিরে পরিবার-পরিজনদের সঙ্গে মিলিত হয়েছেন I

XS
SM
MD
LG