অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের পুর্বাঞ্চলে “স্বাধীনতার” উপর গণভোট


An armed pro-Russia militia man casts his ballot at a polling station during a controversial referendum, in the eastern Ukrainian city of Slovyansk May 11, 2014.
An armed pro-Russia militia man casts his ballot at a polling station during a controversial referendum, in the eastern Ukrainian city of Slovyansk May 11, 2014.
ইউক্রেনের পুর্বাঞ্চলে রুশপন্থী বিদ্রোহীরা রবিবার “স্বাধীনতার” গণভোটে অংশ নেয়। কিন্তু কিয়েভে ইউক্রেন সরকার ওই ভোটগ্রহণকে অপরাধমুলক প্রহসন বলে উল্লেখ করেন।

ডনেটস্ক ও লুহানস্ক অঞ্চলে তারা স্বাধীনতা অনুমোদন করবে কি না সেই লক্ষ্যে ইউক্রেন জনগোষ্ঠির ১৫ শতাংশ ভোট দিয়েছে। এটা এখনও সুস্পষ্ট নয় যে এর অর্থ তারা ইউক্রেনের ভেতরে আরও স্বায়ত্ব শাসন চায় কিনা অথবা স্বাধীন রাষ্ট্র চায় কিনা অথবা রুশ ভাষাভাষি অঞ্চলগুলো রাশিয়ার সঙ্গে যোগ দিতে চায় কিনা।

কিয়েভ, যুক্তরাষ্ট্র এবং তাদের ইউরোপীয় মিত্ররা ওই গণভোটকে অবৈধ বলে সমালোচনা করে। কিয়েভ বলেছে ভোটগ্রহণ ইউক্রেনের আঞ্চলিক অখন্ডতার জন্য কোন আইনগত প্রভাব রাখবে না। দু সপ্তাহ পর ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচন হবে।

ইউক্রেনের পুর্বাঞ্চলে বহু মানুষ রবিবারের গণভোটকে উপেক্ষা করে বলে মনে হয়।
XS
SM
MD
LG