অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নেতৃত্তে, ১৫টি দেশের, ইউক্রেনের পশ্চিমাঞ্চলে শান্তিরক্ষা মহড়া শুরু হয়েছে


A boy sits on an armored personnel carrier (APC) as he poses for a picture during a parade in Luhansk, eastern Ukraine, September 14, 2014. Ukraine's Defence Minister said on Sunday that NATO countries were delivering weapons to his country to equip it to
A boy sits on an armored personnel carrier (APC) as he poses for a picture during a parade in Luhansk, eastern Ukraine, September 14, 2014. Ukraine's Defence Minister said on Sunday that NATO countries were delivering weapons to his country to equip it to

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নেতৃত্তে, ১৫টি দেশের সংশ্লিষ্টতায়, ইউক্রেনের পশ্চিমাঞ্চলে শান্তিরক্ষা মিশন শুরু হয়েছে। ওদিকে ইউক্রেনের সেনা ও বিদ্রোহীদের মধ্যে দেশের পুর্বাঞ্চলে লড়াই অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ এ মাসের গোড়ার দিকে ১২ দিনের মহড়ার কথা ঘোষণা করে। তারা বলেছে ২০০ আমেরিকান সেনা সহ ১৩০০ কর্মী ওই মহড়ায় অংশ নেবে। এ বছরের গোড়ার দিকে সঙ্কট শুরু হওয়ার পর এই প্রথম যুক্তরাষ্ট্রের স্থল বাহিনী, সেখানে সৈন্য মোতায়েনে অংশ নিল।

রবিবার বিদ্রোহীদের শক্তঘাঁটি ডনেটস্কের বাইরে সরকার নিয়ন্ত্রিত বিমান বন্দরে প্রচন্ড লড়াই শুরু হয়।

ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা রবিবার বলেছে যে তাদের পর্যবেক্ষকরা ডনেটস্কে একটি বাজার পরিদর্শনে যায়। তারা বলেছে সেখানে গোলা বর্ষণ হয়েছে বলে মনে হয়েছে এবং তারা সেখানে থাকা কালীন ২০০ মিটার দূরে চারটি মর্টারের গোলো বিস্ফোরিত হয়।

XS
SM
MD
LG