অ্যাকসেসিবিলিটি লিংক

রুশপন্থী বিচ্ছিন্নবাদীরা ইউক্রেনের ১৪জন সেনাকে হত্যা করেছে


Ukrainian soldiers sit on top of an APC after a Ukrainian check was attacked by pro-Russians near the village of Blahodatne, eastern Ukraine, May 22, 2014.
ইউক্রেনের অস্থায়ী প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেনের পুর্বাঞ্চলে, রুশপন্থী বিচ্ছিন্নবাদীরা সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এবং তাতে অন্তত ১৩ জন সৈনিক নিহত হয়।

এর আগে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রনালয় বলেছে বন্দুক, গ্রেনেড নিক্ষেপকরার যন্ত্র এবং মর্টার সহ বিচ্ছিন্নবাদীরা ডনেটস্ক অঞ্চলে একটি সামরিক নিরাপত্তা চৌকীতে হামলা চালায়। আক্রমণে ৮জন সৈনিক নিহত হন এবং আহত হয় ১৭জন। প্রতিবেশি অঞ্চল লুহানস্কে আরেকজন সৈনিক নিহত হয়।

ইউক্রেনের অস্থায়ী প্রধানমন্ত্রী আরসেনি ইয়াতসেনেউক সাম্প্রতিকতম সহিংসতা বিষয়ে আলোচনার লক্ষ্যে, অধিবেশন ডাকার জন্য, বৃহস্পতিবার, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান।
তিনি রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করেন যে সে দেশ সংঘাত আরও তীব্র করার এবং ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচন বিঘ্নীত করার চেষ্টা চালাচ্ছে। রবিবার প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা।

রাশিয়া কিয়েভের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা ইউক্রেনের পুর্বাঞ্চলে সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে এবং সঙ্কট অবসানের লক্ষ্যে কার্যব্যবস্থা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে।
XS
SM
MD
LG