অ্যাকসেসিবিলিটি লিংক

ইউকরেইনে নতুন জাতীয় ঐক্য সরকার গঠনের প্রচেষ্টা শুরু হয়েছে


ইউকরেইনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টোর ইয়ানুকোভিচ এখন কোথায় আছেন তা সুস্পষ্ট নয়। এক দিন আগে তিনি কিয়েভ ছেড়ে যান এবং বিরোধী নেতা টিমোশেংকোকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

সীমান্ত রক্ষিরা বলেছে, যে বিমানটির মি ইয়ানুকোভিচ কে নিয়ে অজানা উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল, সেই বিমানটিকে উড্ডয়নের অনুমতি দেওযা হয়নি।

বিরোধী দলের নেতা ভিটালি ক্লিটসচকো রবিবার বলেন ইউকরেইনে সম্প্রতি যে মারাত্বক সহিংসতা হয়েছে ক্ষমতাচ্যুত নেতাকে তার পূর্ণ দায় নিতে হবে।

ইতিমধ্যে ইউকরেইনের সংসদ নতুন জাতীয় ঐক্য সরকার গঠনের প্রচেষ্টায় রবিবার বিশেষ অধিবেশনে মিলিত হন।

শনিবার সংসদ প্রেসিডেন্ট ভিক্টোর ইয়ানুকোভিচ কে বরখাস্ত করার পক্ষে ভোট দেন এবং ২৫ মে অগ্রীম নির্বাচনের তারিখ নির্ধারণ করেন।
XS
SM
MD
LG