সোমবার পূর্ব ইউক্রেইনে ডনেটস্কের আশেপাশের এলাকায় ব্যাপক বোমাহামলা হয়েছে। ডনেটস্ক শহরটির নিয়ন্ত্রণে রয়েছে রুশ পন্থী বিচ্ছিন্নতাবাদীরা। আগের দিন দেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ডনেটস্কের মেয়রের কার্যালয় থেকে বলা হয়েছে, ভারী অস্ত্রের গুলি এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সেপ্টেম্বরে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী এবং কিয়েভের মধ্যে একটি অস্ত্রবিরতি চুক্তি হলেও সেখানে উত্তেজনা বিরাজ করছে।
রোববারের সংসদ নির্বাচনে প্রায় ৩০ লক্ষ ভোটার ভোট দিতে পারেনি।
ইউক্রেইনের প্রেসিডেণ্ট পেত্রো পোরোশেঙ্কো বলছেন, ভোটের ফলাফলে দেখা যাচ্ছে, গণতান্ত্রিক সংস্কার এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক জোরদারের পক্ষে শক্তিশালী সমর্থন রয়েছে।
ভোটারদের ভোট পরবর্তী মন্তব্যে দেখা গেছে, মিঃ পোরোশেঙ্কো এবং অন্য ইউরোপ-পন্থী দলগুলো নির্বাচনে এগিয়ে আছে। মিঃ পোরোশেঙ্কো ভোটারদের ধন্যবাদ দিয়েছেন এবং বলেছেন গণতান্ত্রিক সংস্কারবাদী ইউক্রেইন-ইউরোপ-পন্থীরাই সংখ্যাগরিষ্ঠ।