অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের নেতারা বলেছেন ১ সেন্টিমটার জমিও তারা ছাড়বে না


Ukraine
Ukraine
রবিবার ইউক্রেনের নেতারা এই অঙ্গীকার ব্যাক্ত করেছেন যে তারা রাশিয়ার কাছে এক সেন্টিমিটার ভূমিও ছাড়বে না। ওদিকে হাজার হাজার মানূষ মস্কোর পক্ষে ও বিরুদ্ধে সমাবেশ করে। ক্রামিয়ায় সঙ্কট বেড়েই চলেছে এবং উত্তেজনা বিরাজ করছে।

রাজধানী কিয়েভে ইউক্রেনের মহান কবি ও জাতীয় মহানায়ক Taras Shevchenkর ২ই শত জন্মবার্ষিকী পালনে নেতৃত্ব দেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী Arseniy Yatsenyuk । তিনি এক সমাবেশে বলেন যে দেশের সকল পিতা ও পিতামহ এই ভূমির জ্ন্য রক্ত দিয়েছে। আমরা এক সেন্টিমিটার ভূমিও ছাড়বে না।

রবিবার পরে Mr. Yatsenyuk ঘোষণা করেন যে ক্রাইমিয়াকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে যে অচল অবস্থা তা নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনার জন্য তিনি এ সপ্তাহে যুক্তরাষ্ট্রে আসছেন। ক্রাইমিয়া হচ্ছে ইউক্রেনের দক্ষিনাঞ্চলে এক গুরুত্বপূর্ণ উপদ্বীপ। সেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ রুশ ভাষাভাষি।

White House এর এক কর্মকর্তা আলোচনার বিষয়টি যাচাই করেছেন কিন্তু তাৎক্ষনিক আর কোন তথ্য জানা যায়নি।
XS
SM
MD
LG