জাতিসংঘের পর্যবেক্ষকরা জানান, এ বছরের শুরুতে কিয়েভ সরকারের সঙ্গে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের যুদ্ধবিরতি চুক্তি শেষ হওয়ার পর, তারা পূর্বাঞ্চলীয় ইউক্রেনে উল্লেখযোগ্য হারে হতাহতের সংখ্যা বৃদ্ধি লক্ষ্য করেছেনI জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের কাছে জমা দেওয়া ইউক্রেইনের মানবাধিকার নজরদারি মিশনের প্রতিবেদনের একাংশ থেকে এই তথ্য পাওয়া গেছে।
এই প্রতিবেদনে ইউক্রেনে এ বছরের ফেব্রুয়ারী থেকে জুলাইয়ের শেষ নাগাদ মানবাধিকার পরিস্থিতির বর্ণনা দেয়া হয়েছেI প্রতিবেদনে বলা হয় ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডানিয়েস্ক ও লুহানস্ক অঞ্চলে লড়াই বৃদ্ধি পাওয়ার পর, ১৫জন অসামরিক নাগরিক নিহত এবং ৪৭জন আহত হয়েছেনI প্রতিবেদনে জানানো হয়, বিগত ৬ মাসের তূলনায় এইসংখ্যা ৫১% বৃদ্ধি পেয়েছেI
মানবাধিকার বিষয়ে জাতিসংঘের উপ-হাই কমিশনার নাদা আল নাসিফ বলেন, জাতিসংঘের পর্যবেক্ষকেরা সরকারি বাহিনী ও স্বঘোষিত ডানিয়েস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্রের বিদ্রোহীদের সংঘাতের সঙ্গে সম্পৃক্ত ১৩টি জোরপূর্বক আটকের ঘটনা লিপিবদ্ধ করেছেনI তিনি জানান, ১১ জনকে এখনো আটক রাখা হয়েছেI
আল নাসিফ বলেন,“স্বঘোষিত দুটি প্রজাতন্ত্রই মার্চ ও এপ্রিল মাসে এক আদেশ জারি করে, ৪০০ জনকে সশস্ত্র গোষ্ঠীতে জোরপূর্বক নিয়োগ প্রদান করে। ১লা অক্টোবর আরো একটি আদেশ জারি করে আরও ৫০০ জনকে নিয়োগ দেওয়া হয়। সেই কারণেই অসামরিক পুরুষরা অনিচ্ছাকৃত প্রাণঘাতী বিপদের মুখোমুখি হন। আন্তর্জাতিক মানবিক আইনে নাগরিকদের দেওয়া সুরক্ষা তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়া হয় এবং তাদেরকে ফৌজদারি বিচারের ঝুঁকির মুখে ফেলা হয়।