অ্যাকসেসিবিলিটি লিংক

বিধ্বস্ত য়ুক্রেইনের যাত্রীবাহী বিমানের ডাটা রেকর্ডার প্যারিসে আনা হয়েছে 


কানাডার পররাষ্ট্রমন্ত্রী,ফিলিপে শ্যাম্পেন জানিয়েছেন যে, ইরানের আকাশে য়ুক্রেইনের বিধ্বস্ত যাত্রীবাহী বিমানের ডাটা রেকর্ডার পরীক্ষার জন্য আনা হয়েছে, আজ সিভিল এভিয়েশন সেফটি ইনভেস্টিগেশন কর্তৃপক্ষের কাছে তা তুলে দেয়া হবে I

বিমানে নিহত অধিকাংশ যাত্রী ছিলেন কানাডার নাগরিক বা যারা কানাডার উদ্দেশ্যে সফর করছিলেন I এই দুর্ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্র ও ইরানের বর্ধিত উত্তেজনার মাঝে, যখন ইরান, ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের সেনাদের লক্ষ্য করে মিসাইলের হামলা চালাচ্ছিল I

ইরান স্বীকার করেছে যে, প্লেনটিকে তারা ছুটে আসা মিসাইল ভেবে ভূপাতিত করে I

XS
SM
MD
LG