ইউক্রেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকভিচ বলেছেন তিনি মনে করেন এখনো তিনি ইউক্রেনের রাষ্ট্রীয় প্রধান। রাশিয়াকে তিনি তার ব্যাক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানিয়েছেন।
বৃহস্পতিবার অজ্ঞাত স্থান থেকে রাশিয়ার সংবাদ মাধ্যমের প্রতি দেয়া এক বিবৃতিতে ইয়ানুকভিচ এ আহবান জানান। শনিবার দেশের সংসদ কতৃক ভোটাভুটির মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করে ২৫শে মে নির্বাচনের তারিখ ধার্য্য করার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।
এদিকে ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ওলেকস্যান্দার তুরচনিয়ভ, ক্রিয়েমায় রাশিয়ান নৌবাহিনীকে সতর্ক করে দিয়ে বলেছেন তারা যেনো তাদের অবস্থান ত্যাগ না করেন। তিনি আরো বলেন ইউক্রেন বিষয়ে রাশিয়ান সেনাবাহিনীর যে কোন কার্যক্রম’কে ‘মিলিটারী অভিযান’ হিসাবে বিবেচনা করা হবে।
এর আগে বৃহস্পতিবার ইউক্রেনের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন আভাকভ বলেছেন স্থানীয় রাশিয়া সমর্থিত গোষ্ঠির দ্বরা সরকার ও বিচার মন্ত্রনালায় ভবন দেখলের পর, পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। খবরে বলা হয়েছে ঐ ভবনের ওপর রাশিয়ার পতাকা ওড়ানো হয়েছে।
বৃহস্পতিবার অজ্ঞাত স্থান থেকে রাশিয়ার সংবাদ মাধ্যমের প্রতি দেয়া এক বিবৃতিতে ইয়ানুকভিচ এ আহবান জানান। শনিবার দেশের সংসদ কতৃক ভোটাভুটির মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করে ২৫শে মে নির্বাচনের তারিখ ধার্য্য করার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।
এদিকে ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ওলেকস্যান্দার তুরচনিয়ভ, ক্রিয়েমায় রাশিয়ান নৌবাহিনীকে সতর্ক করে দিয়ে বলেছেন তারা যেনো তাদের অবস্থান ত্যাগ না করেন। তিনি আরো বলেন ইউক্রেন বিষয়ে রাশিয়ান সেনাবাহিনীর যে কোন কার্যক্রম’কে ‘মিলিটারী অভিযান’ হিসাবে বিবেচনা করা হবে।
এর আগে বৃহস্পতিবার ইউক্রেনের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন আভাকভ বলেছেন স্থানীয় রাশিয়া সমর্থিত গোষ্ঠির দ্বরা সরকার ও বিচার মন্ত্রনালায় ভবন দেখলের পর, পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। খবরে বলা হয়েছে ঐ ভবনের ওপর রাশিয়ার পতাকা ওড়ানো হয়েছে।