অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেন নেটোতে সদস্যত্ব পাওয়ার বিষয়ে আলোচনা শুরু করছে


Ukrainian President Petro Poroshenko, left, and NATO Secretary General Jens Stoltenberg, shakes hands during a meeting in Kiev, Ukraine, Monday, July. 10, 2017.
Ukrainian President Petro Poroshenko, left, and NATO Secretary General Jens Stoltenberg, shakes hands during a meeting in Kiev, Ukraine, Monday, July. 10, 2017.

ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো, সোমবার ঘোষণা করেছেন যে তাঁর দেশ, উত্তর অতলান্তিক চুক্তি সংস্থা নেটোতে সদস্যত্ব পাওয়ার বিষয়ে আলোচনা শুরু করছে।

কিয়েভে অনুষ্ঠিত নেটো ইউক্রেন কমিশনের অধিবেশনের পর, নেটোর মহাসচীব জেন্স স্টোলটেনবার্গের সঙ্গে এক যুগ্ম সংবাদ সম্মেলনে তিনি ওই ঘোষণা করেন। পোরোশেঙ্কো বলেন এই মুহুর্তে নেটোতে সদস্যত্ব লাভের জন্য যে যোগ্যতার প্রয়োজন তা তাদের নেই। তিনি বলেন তবে ২০২০ সাল পর্যন্ত ৩ বছরের একটা পরিকল্পনা তাদের আছে এবং তারা জানে কি করতে হবে।

নেটোতে সদস্যত্ব লাভের লক্ষ্যে যে পথচিত্র, তাতে রয়েছে রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রতিরক্ষা সংস্কারের লক্ষ্যপূরণ করা এবং কতটা অগ্রগতি হয়েছে তা নির্ধারণের জন্য প্রতিবছর জাতীয় পরিকল্পনা পেশ করতে হবে।

XS
SM
MD
LG