অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের সংসদে পাশ্চাত্যপন্থি সরকার অনুমোদিত


ইউক্রেনের সংসদ সেখানকার নতুন পাশ্চাত্যপন্থি সরকারটিকে অনুমোদন করেছে । দেশটি যখন তার বিধ্বস্ত অর্থনীতিতে জীবন সঞ্চারের চেষ্টা করছে এবং রুশ সীমান্তের কাছে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহের অবসান ঘটাতে চাইছে তখন এই নতুন ব্যবস্থায় বিদেশী প্রযুক্তিবিদদের গুরুত্বপূর্ণ আর্থিক ভূমিকায় রাখা হয়েছে।

প্রধানমন্ত্রী আরসেনেই ইয়াৎসেনিউকের মন্ত্রীসভা মঙ্গলবার এক পুর্নাঙ্গ রূপ লাভ করে। অন্যদিকে সরকারী বাহিনী এবং রুশ পন্থি বিদ্রোহীরা যারা কী না পুর্ব ইউক্রেনের দখল নেয়ার জন্যে আট মাস ধরে লড়াই করছে , তারা আরেক দফা অস্ত্র বিরতি ঘোষণা করেছে।

সাম্প্রতিক মাসগুলোতে এই দ্বিতীয় বারের মতো , সম্ভাব্য এই সন্ধি সত্বেও , মঙ্গলবার রাতে বিদ্রোহী নিয়ন্ত্রিত পুর্বাঞ্চলের ডনেট্স্ক শহরের অদূরে একটি গুরুত্বপূর্ণ বিমান বন্দরের ধ্বংসাবশেষের কাছে নতুন করে গোলা বিনিময়ের খবর পাওয়া গেছে।

নতুন এই মন্ত্রীসভায় বেশ কিছু বিদেশী ব্যক্তি রয়েছেন যাদেরকে প্রেসিডেন্টের এক আদেশ বলে ইউক্রেনের নাগরিকত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিক নাটালি জারেস্কো , যিনি ইউক্রেনে অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

XS
SM
MD
LG