অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেইনঃ সন্ত্রাসবাদীদের ওপর আরও চাপ সৃষ্টির জন্যে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন পোরোশেনকো


ইউক্রেইনের প্রেসিডেণ্ট পেত্রো পোরোশেনকো রোববার, সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন, সন্ত্রাসীদের ওপর আরো চাপ সৃষ্টি করার জন্যে। আগেরদিন দেশের সামরিক বাহিনী রুশপন্থী বিচ্চিন্নতাবাদীদের কাছ থেকে স্লভিয়ান্সক পুনর্দখল করে।

ইউক্রেইনিয় বাহিনী, পিছু হটতে থাকা বিদ্রোহীদের ধাওয়া করে, এবং স্লভিয়ান্সক ও ডনেটস্কের মধ্যকার ৪টি ছোট শহর পুনর্দখল করে। ডনেটস্ক শহরে, বিদ্রোহীদের শক্ত ঘাঁটি রয়েছে। ইউক্রেনিয় বাহিনী, রাশিয়ার সীমান্তের কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত লুহান্সক শহরে বোমা হামলা চালিয়েছে।

মিঃ পোরোশেনকো বলেছেন, স্লভিয়ান্সক পুনর্দখলের একটি অসামান্য প্রতীকী তাতপর্য আছে।

ওদিকে, প্রতিরক্ষা মন্ত্রী ভ্যালেরি হেলেটে প্রতিজ্ঞা করেছেন, যে বিদ্রোহীরা লড়াই থামাবে না তাদের হত্যা করা হবে।

XS
SM
MD
LG