অ্যাকসেসিবিলিটি লিংক

য়ুক্রেইনে,গত তিন মাসের রাজনৈতিক আন্দোলনে এমোন মারাত্মক সহিংসতা আগে আর দেখা যায়নি


Anti-government protesters carry a roundwood as they gather in Independence Square in central Kiev February 19, 2014. Ukraine's interim prime minister said on Wednesday that protests which brought violent clashes with police on Tuesday amounted to an atte
Anti-government protesters carry a roundwood as they gather in Independence Square in central Kiev February 19, 2014. Ukraine's interim prime minister said on Wednesday that protests which brought violent clashes with police on Tuesday amounted to an atte
য়ুক্রেইনের রাজধানীতে,প্রধাণ চৌমাথায়,আজ বুধবারেও সরকার বিরোধী হাজার হাজার বিক্ষোভকারী জমায়েত রয়েছে- গতকাল মঙ্গলবার দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘাতে কমসে কম ২৫ ব্যক্তি নিহত হবার পর।গত তিন মাসের রাজনৈতিক সমাবেশ আন্দোলনে এমোন মারাত্মক সহিংসতা এর আগে আর দেখা যায়নি।
য়ুক্রেইনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভীচ হানাহানির জন্যে দুষছেন বিরোধী দলীয় নেতাদেরকে।ইয়ানুকোভীচ বলেছেন- সরকার বিরোধী ঐ বিক্ষোভ সমাবেশে হাতিয়ার নিয়ে হাজির হবার জন্যে অন্যান্য প্রতিবাদীদেরকে প্ররোচিত করেছে যারা সেই প্রতিবাদীরা গণতন্ত্রের নীতি আদর্শের পরিপন্থী কাজ করেছেন – এবং এর জন্যে আইনী পরিণতির মুখোমুখি তাদেরকে হতেই হবে।
য়ুরোপিয় য়ুনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ের প্রধান ক্যাথারীন এ্যাশটান বলেন – যারপরনাই চিন্তান্বিত তিনি।
ইতমধ্যে,য়ুরোপিয় য়ুনিয়নের কর্মকর্তারা য়ুক্রেইন নিয়ে জরূরী বৈঠক ডেকেছেন-সহিংসতার জন্যে দায়িদের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করা হবে কিনা সে বিষয়ে আলোচনার জন্যে।
ফ্রান্স ও জার্মানী য়ুক্রেইনের সর্ব সাম্প্রতিক সহিংসতায় এককাট্রা অবস্থান নিয়েছে-প্যারিসে জার্মানীর চান্সেলার এ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে যৌথভাবে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ দায়িদের বিরুদ্ধে নির্দিষ্টভাবে-দ্রূত বিধিনিষেধ আরোপের আহ্বান জানান।
ওদিকে রাশিয়ায়,ক্রেমলীন মূখপাত্র ডিমিট্রি পেসকফ য়ুক্রেইনের প্রাণঘাতি প্রতিবাদ বিক্ষোভকে অভ্যুত্থান প্রয়াস বলে আখ্যায়িত করেছেন।
XS
SM
MD
LG