অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নেবে: প্রেসিডেন্ট ওবামার হুশিয়ারী


ইউক্রেনের বিষয়ে হস্তক্ষেপ অব্যহত রাখলে পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নেবে এমন হুশিয়ারী উচ্চারণ করলেন যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার হোয়াইট হাউজে ইউক্রেনের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াতসেনিউকের সঙ্গে বৈঠককালে রাশিযার প্রতি তিনি এ হুশিয়ারী দেন। তিনি বলেন আমরা ইউক্রেনের পক্ষে আছি।

ইউক্রেনের ক্রাইমিয়া উপদ্বীপে রুশ সেনা উপস্থিতিকে দেশটির সীমান্ত অখন্ডতা ও সার্বভৌমত্বের ওপর চরম হুমকী উল্লেখ করেন। তিনি রোববারের রুশ-সমর্থিত গনভোট সম্পূর্নরূপে প্রত্যাহার করেন। এটিকে তিনি অঅন্তর্জাতিক আইন ভঙ্গ বলে মন্তব্য করেন।

ইয়াতসেনিউক ওয়াশিংটন তাদেরকে সমর্থন করায় ধন্যবাদ জানান। তিনি বলেন তার সরকার মস্কোর সঙ্গে আলোচনায় প্রস্তুত। তবে ইউক্রেন কখনোই আত্মসমর্পন করকব না বলে ঘোষণা দেন তিনি। তিনি বলেন এ মাসের শেষদিতে তার সরকার ইউরোপীয়ন ইউনিয়নের সঙ্গে একটি সহোেযাগিার চুৃক্তি স্বাক্ষর করবে।

ওদিকে, ক্রাইমিয়ায়, রূশভাসি সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে নিয়ে মস্কো সমর্থিত গণভোটের প্রস্তুতি চলছে। ঐ গণভোট হবে রবিবার।

ইউরোপিয় ইউনিয়নের প্রেসিডেন্ট হোযে মানুয়েল বাররোসো বলেছেন-ক্রাইমিয়াকে গ্রাস করার চেষ্টা থামানোর জন্যে গ্রুপ সেভেনভুক্ত বিত্তশালী দেশগুলো আজ রাশিয়ার প্রতি আহ্বান জানাবে।

ইউক্রেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ কিয়েভ ছেড়ে পালিয়ে যাবার পর ক্রাইমিয়া সংকটের উদ্ভব ঘটে গত মাসে।

XS
SM
MD
LG