অ্যাকসেসিবিলিটি লিংক

গনভোটের সিদ্ধান্ত বাতিল করে ইউক্রেনের প্রেসিডেন্টের ডিক্রি স্বাক্ষর


ইউক্রেনের অন্তর্বতীকালীন প্রেসিডেন্ট ওলেকস্যান্দার তুরচনিয়ভ, গনভোট করানোর ব্যপারে ক্রাইমিয়ার সংসদের সিদ্ধান্ত বাতিল করে শুক্রবার এক ডিক্রিতে স্বাক্ষর করেছেন। মস্কো সমর্থিত আঞ্চলিক জোট বৃহস্পতিবার এই উপদ্বীপকে রাশিযার অংশ করার পক্ষে মত দিয়ে ১৬ই মার্চ এ লক্ষ্যে একটি গনভোট অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছেন।

তুরচনিয়ভ বলেছেন এই গনভোট হবে পাতানো এবং তা কেউ মানবে না। যুক্তরাস্ট্র ও ইউরোপীয়ন ইউনিয়নও এই গনভোটকে অবৈধ বলে অভিহিত করেছে।

এদিকে রয়টার্স জানিয়েছে প্রায় ৩০ হাজার রুশ সেনা সদস্য এখন ক্রাইমিয়ায় অবস্থান করছেন।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট বারাক ওবামা রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেন এবং ইউক্রেন সংকট নিরসনে উদ্যোগ নেয়ার আহবান জানান। ওবামা বলেন ক্রাইমিয়ায় রুশ সেনা উপস্থিতি উএক্রনের সার্বভৌমত্নের বিরুদ্ধে হুমিকী। অপরদিকে পুতিন বলেন আমার প্রতিবেশী দেশের নতুন সরকার সমর্থন করিনা এবং তাদের সাহায্যের আবেদন আমিরা সাড়া না দিয়েও পারি না।

রাশিয়ার সংসদের উচ্চকক্ষের স্পিকার বলেছেন, ইউক্রেনকে যদি রাশিয়ার সঙ্গে যুক্ত করতে গনভোট করেন, রাশিয়ার আইনপ্রণেতারা ক্রাইমিয়ার সে সিদ্ধান্তকে সমর্থন করবেন।
XS
SM
MD
LG