অ্যাকসেসিবিলিটি লিংক

পুতিনের বারনের পরও রোববার পূর্ব ইউক্রেনে গনভোট হচ্ছে


পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা বলেছেন, ভোট বিলম্বিত করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বুধবারের আহবানের পরও তারা রেফারেন্ডাম বা গনভোটের মাধ্যমে তথাকথিত স্বাধীন পিপলস রিপাবলিক করার দিকে এগুবেন।

বৃহস্পতিবার ডোনেটস্ক এবং লুহানস্ক অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী দলের প্রতিনিধিরা বলেছেন পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী রোববার ১১ই মে গনভোট অনুষ্ঠিত হবে।

ডোনেটস্ক পিপলস রিপাবলিকের স্বঘোষিত নেতা ডেনিস পুশিলিনের বরাত দিয়ে রাশিয়ার RIA Novosti রাস্ট্রীয় সংবাদ সংস্থা জানায় এই গনভোটে অধিবাসীদের কাছ থেকে, ‘ডোনেটস্ক পিপলস রিপাবলিক স্বাধীন রাষ্ট্র গঠণে’ হ্যা বা না বোধোক রায় নেয়া হবে।

লুহানস্ক অঞ্চলের অধিবাসীদেরকে একইভাবে Luhansk People's Republic করার পক্ষে বা বিপক্ষে হ্যা, না ভোট নেয়া হবে।

তবে সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে পূর্ব ইউক্রেনের ৭০ শতাংশ অধিবাসী ইউক্রেনের অংশ হিসাবে থাকতে চান।

এর আগে বুধবার ক্রেমলিনে এক ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, বিচ্ছিন্নতাবাদী ও ইউক্রেন সরকারের মধ্যে আলোচনার লক্ষ্যে, তাদেরকে রোববারের গনভোট সাময়িকভাবে স্থগিত করার আহবান জানান। এছাড়া ঐদিনই তিনি জনসমক্ষে প্রথমবারের ন্যায় ২৫মে ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল নির্বাচনকে সমর্থন করেন।
XS
SM
MD
LG