অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনে চলমান সহিংসতায় নিহত পাঁচ হাজার সাতশো


জাতিসংঘ বুধবার জানিয়েছে, ইয়েমেনে চলমান সহিংসতায় অন্ততপক্ষে পাঁচ হাজার সাতশো মানুষ নিহত হয়েছে। যার মধ্যে আটশো ৩০ জন নারী এবং শিশু রয়েছে।

ইয়েমেনে জাতিসংঘের মানবাধিকার সমন্নয়কারী জোহানেস ভ্যান ডের কোলাউ হুঁশিয়ার করে দেন যে, মৌলিক সেবা গুলো বন্ধ হবার সময় এসে গেছে। যেমনটা আরব বিশ্বের গরীব দেশগুলোতে এরই মধ্য হয়েছে।

তিনি বলেন, দুই কোটি ২০ হাজার মানুষ বা মোট জনসংখ্যার ৮২ শতাংশের কোন না কোন ধরনের মানবিক সাহায্য প্রয়োজন। এক কোটি ৪০ লাখ মানুষের সামান্যতম স্বাস্থ্য সেবা রযেছে। তিন লাখ ২০ হাজার শিশু পুষ্টিহীনতায় ভুগছে।

আনুমানিক ২০ লাখ ৩০ হাজার মানুষ তাদের বসতবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে এবং আরো এক লাখ ২০ হাজার মানুষ দেশ ছেড়েছে।

মার্চ থেকে আর্ন্তজাতিক ভাবে স্বীকৃত ইয়েমের সরকার-প্রতিবেশী সৌদি আরবের নেতৃত্বে একটি কোয়ালিশন এবং যুক্তরাষ্ট্রের সমর্থনে , ইরান সমর্থিত হুতী জঙ্গীদের সঙ্গে যুদ্ধ করছে। ঐ জঙ্গীরা রাজধানী সানা সহ দেশের বড় একটা অংশ দখল করে নিয়েছে।

XS
SM
MD
LG