অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে সংঘাতে হতাহত শিশুর সংখ্যা ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে: জাতিসংঘ


জাতিসংঘের Assistance Mission in Afghanistan বা UNAMA এর বার্ষিক প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে সংঘাতে হতাহত শিশুর সংখ্যা ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এবং ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে অসামরিক মানুষের হতাহতের সংখ্যা তিন শতাংশ বেড়েছে।

সোমবার কাবুলে প্রকাশিত বার্ষিক ঐ প্রতিবেদনে বলা হয়, সহিংসতায় গত বছর ১১ হাজার চারশো অসামরিক মানুষ হতাহত হন। যার মধ্যে ৩৫০০ জন মারা যান।

সরকার বিরোধী পক্ষ বিশেষ করে তালেবান ৬১ শতাংশ অসামরিক মানুষের মৃত্যু ও হতাহতের জন্য দায়ী। UNAMA ২৪ শতাংশ হতাহতের জন্য সরকারপন্থী বাহিনীকে দায়ী করেছে। যা ২০১৫ সালের তুলনায় ৪৬ শতাংশ বেড়েছে।

XS
SM
MD
LG