জাতিসংঘের মহাসচিব সুদানে আফ্রিকান ইউনিয়নের মধ্যস্থতার প্রচেষ্টাকে সমর্থন দেয়ার জন্য তাঁর বিশেষ দূত নিকলাস হাইসমকে নিয়োগ দিয়েছেন। গত সপ্তায় সে দেশের দীর্ঘ দিনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট ওমর আল বশিরকে সে দেশের সেনাবাহিনী ক্ষমতাচ্যূত করে।
মঙ্গলবার জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিচ সংবাদদাতাদের বলেন যে মি হাইসমকে আফ্রিকান ইউনিয়নের দায়িত্বে দেয়া হয়েছে এবং আফ্রিকান ইউনিয়ন খার্তুমের অন্তবর্তী পর্ষদ এবং সুদানি সমাজের বিভিন্ন অংশের মধ্যে মধ্যস্থতায় লিপ্ত থাকবে। তিনি আরো বলেন যে যতটুকু মি হাইসম তাঁর সাধ্যমত সহযোতগিতা করে যাবেন।
তিনি আরও বলেন যে এরই মধ্যে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুয়েত্রেস , আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান মুসা ফাকি মোহামেতের সঙ্গে কথা বলেছেন এবংতাঁকে জানিয়েছেন যে হাইসম এ ব্যাপারে সহযোগিতা করবেন।
দুজারিচ বলেন মহাসচিব আফ্রিকান ইউনিয়নের সঙ্গে তাঁর সহযোগিতায় সম্পৃক্ত এবং তিনি তাঁর সাধ্যমত প্রচেষ্টা চালিয়ে যাবেন।
এ দিকে আফ্রিকান ইউনিয়নের শান্তি ও নিরাপত্তআ পর্ষদ সোমবার জারি করা এক কড়া বিবৃতিতে সুদানে সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণকে অসাংবিধানিক ভাবে সরকার পরিবর্তন বলে এর নিন্দে করেছে এবং অসামরিক লোকদের নের্তৃত্বে রাজনৈতিক কর্তৃপক্ষের কাছে ১৫ দিনের মধ্যে ক্শতা হস্তান্তর করার দাবি জানিয়েছে।