অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় আরও সংঘাতের আশংকা জাতিসংঘ প্রধানের


জাতিসংঘের মহাসচিব বান কী মুন সিরিয়া -তুরস্ক সীমান্ত জুড়ে সংঘাত বৃদ্ধির বিপদ এবং লেবাননে সিরিয়া সঙ্কটের প্রতিক্রিয়া সম্পর্কে সতর্ক করে দিয়েছেন।

সিরিয়ার গোলা নিক্ষেপে সীমান্তবর্তী আকচাকালে গ্রামে ৫ জন তুর্কি অসামরিক লোক নিহত হবার পর তুরস্ক ৫ দিন ধরে সিরিয়ায় মর্টার আক্রমণ চালিয়েছে।

মি বান আজ সীমান্ত এলাকারএবং লেবাননে এর প্রতিক্রিয়া কে অত্যন্ত বিপজ্জনক বলে বর্ণনা করেছেন।

তিনি বলেন যে সিরীয় সরকার এবং বিরোধী বাহিনী উভয়ের কাছে অব্যাহত অস্ত্র সরবরাহের ব্যাপারে তিনি খুবই উদ্বিগ্ন। তিনি সেখানে রাজনৈতিক সমাধানের কথা আবারও বলেন এবং বলেন যে এটাই হচ্ছে সঙ্কট মোচনের এক মাত্র উপায়।

এদিকে আজ ও সিরিয়ায় লড়াই অব্যাহত আছে এবং সেখানকার রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যম সানা জানিয়েছে যে সরকারী বাহিনী আলেপ্পোতে তাদের কথায় বহু সন্ত্রাসীকে হত্যা করেছে। সিরিয়ার সরকার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে যে সব বিদ্রোহী লড়াই করছে , তাদেরকে বিদ্রোহী নামেই আখ্যায়িত করে থাকে।
XS
SM
MD
LG