জাতিসংঘের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইথিওপিয়ার উত্তরাঞ্চলেমানবিক কারণে অস্ত্রবিরতিরআহ্বান জানিয়েছেন, যাতে করে টিগ্রায় অঞ্চলের ক্ষুধাপীড়িত এবং আবশ্যকীয় সেবা থেকে বঞ্চিত লক্ষ লক্ষ জনগণের কাছে খাদ্য ও অন্যান্য ত্রাণ সাহায্য পাঠানো যায়II মানবিক বিষয়ে জাতিসংঘের উপ মহা পরিচালক, মার্টিন গ্রিফিথস, যিনি ৬দিনের সফর শেষে ইথিওপিয়ায় ফিরে এসেছেন, বলেন, অবশেষে ট্রাক ত্রাণ সাহায্য নিয়ে টিগ্রায়তে 'এসে পৌঁছেছেI
তবে জাতিসংঘের জরুরি ত্রাণ বিষয়ে এই নতুন সমন্বয়ক গ্রিফিথস ৬ দিনের সফর শেষে উত্তরাঞ্চলীয় এলাকার নানাবিধ সমস্যাদি নিয়ে উদ্বেগ প্রকাশ করেনI তিনি বলেন যদিও, দু সপ্তাহ ধরেপার্শ্ববর্তী আফার অঞ্চলে আটকা পড়া ১৭৮টি ট্রাককে মালামাল নিয়ে যাওয়ার অনুমতি দেয়া হয়, টিগ্রায়ের 'জনগণের প্রয়োজন প্রতিদিন ১০০টি ট্রাক ভর্তি ত্রাণ সহায়তারI
ইথিওপিয়া সরকার, ৮ই মে এক তরফাভাবে টিগ্রায় এলাকায় অস্ত্রবিরতি ঘোষণা করেI তারপর থেকে সংঘাতপীড়িত এলাকায় সহিংসতা প্রশমিত হয়েছেI তিনি জানান, আগে যেসব এলাকায় পৌঁছানো যেতো না, সহায়তাকারী দলগুলি এখন সেখানে পৌঁছাতে সমর্থ হয়েছেI