সিরিয়া থেকে যেসব লোক প্রাণভয়ে পার্শ্ববর্তী দেশ লেবাননে পালিয়ে যাচ্ছেন , তাঁরা বলছেন – বিক্ষুদ্ধ হোম্স শহরে থেকে গেলে তাঁদেরকে নির্মম ভাবে হত্যা করা হবে বলে ভয় হচ্ছিলো তাঁদের । সরকারী বাহিনীর সৈন্যেরা ইতিমধ্যে সরকার বিরোধী বিদ্রোহিদের বিরূদ্ধে তাদের অভিযান লাগাতার চালিয়ে যাচ্ছে ।
জাতিসংঘের শরনার্থী সংস্থা সোমবার জানায় হানাহানির হাত থেকে প্রান বাঁচাতে প্রায় হাজার দু’ই সিরিয়বাসি সীমান্ত পেরিয়ে লেবাননে গিয়ে ঢুকেছে ।
উত্তরাঞ্চলের ইদলিব প্রদেশের কূসাইর শহর থেকে জান নিয়ে পালিয়ে বাঁচা শরনার্থীরা বলছেন – সরকারী বাহিনীর ট্যাঙ্ক থেকে লোকভর্তি ঘরবাড়ির ওপর কামান দাগা হচ্ছে ।
সিরিয় বাহিনী , হোম্স প্রদেশের বিদ্রোহি শহর রাস্তানেও বোমা মারছে – সোমবার থেকে এই নিয়ে পর পর দ্বিতীয় দিন ।
ইতিমধ্যে, সিরিয়ায় এক সময় রাষ্ট্রদূত ছিলেন , এমনি সাবেক চীনা রাষ্ট্রদূত সংকটের রাজনৈতিক নিস্পত্তির সন্ধানে দামেস্ক সফরে রয়েছেন । এদিকে যুক্তরাষ্ট্রের সেনেট সদস্য জন ম্যাকেইন প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর বিরুদ্ধে বিমান হামলা চালানোর আহ্বান জানিয়েছেন । মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক স্টিফেন জুনয্ ভয়েস অফ এ্যামেরিকাকে বলেছেন – আন্তর্জাতিক স্তরের এরকম হস্তক্ষেপ আসাদ সরকারেরই ফায়দা করবে ।