অ্যাকসেসিবিলিটি লিংক

পার্বত্য চট্টগ্রামে অবকাশকেন্দ্র নির্মাণ স্থগিতের আহ্বান জাতিসংঘ বিশেষজ্ঞদলের


জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা মনে করেন, পার্বত্য চট্টগ্রামে বিশাল আকারে পর্যটন বিষয়ক যে অবকাশকেন্দ্র নির্মাণ করা হচ্ছে তাতে স্থানীয় ম্রো উপজাতিরা তাদের জাতিগত ভূমি থেকে উৎখাত হবে। একইসঙ্গে এর ফলে মারাত্মক পরিবেশগত ক্ষতি হবে। জেনেভা থেকে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে তারা বাংলাদেশ সরকারকে এই কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। ২০২০ সালে বান্দরবানের উপজাতি অধ্যুষিত ভূমিতে এই নির্মাণ কাজ শুরু করেছে আর অ্যান্ড আর নামের একটি হোল্ডিং কোম্পানি। জাতিসংঘের এই বিশেষজ্ঞরা বলছেন, জমি লিজ দেয়ার অনিয়মের বিষয়ে তারা হতাশাগ্রস্ত। যে জমি ও পানির উৎসের ওপর ভিত্তি করে এই জনগোষ্ঠীর সংস্কৃতি ও পরিচয় সে সুবিধা থেকে তারা বঞ্চিত হবে।

সরাসরি লিংক

শুধু তাই নয়, মানবাধিকারের পক্ষে উপজাতিদের যারা তাদের ভূমির অধিকারের পক্ষে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছিলেন তাদেরকে হুমকি ও ভয় দেখানো হচ্ছে। এতে আমরা উদ্বিগ্ন। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, শান্তিপূর্ণ প্রতিবাদ, বিক্ষোভের অনুমোদন দিতে। এবং শান্তিপূর্ণ সমাবেশে শক্তি প্রয়োগ থেকে বিরত থাকতে । পাঁচ তারকা বিশিষ্ট এই পর্যটন প্রকল্পের মধ্যে একটি হোটেল থাকবে। এ জন্য সেখানে ব্যাপক ভবন, সড়ক, ড্রেনেজ ব্যবস্থা এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার প্রয়োজন হবে। বিশেষজ্ঞরা মনে করেন, এর ফলে এখানে পরিবেশ দূষণ এবং জীব-বৈচিত্রের ক্ষতি হবে। এই নির্মাণ প্রকল্পের কারণে সেখান থেকে উচ্ছেদের ঝুঁকিতে থাকবে প্রায় ১০ হাজার মানুষ।

XS
SM
MD
LG