জাতিসংঘের মানবাধিকার প্রধান কাশ্মিরে মানবাধিকার লংঘনের অভিযোগ সম্পর্কে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানাচ্ছেন ।
জেইদ রা’আদ আল হোসেন , কাশ্মিরের পরিস্থিতি সম্পর্কে তাঁর দপ্তর থেকে প্রকাশিত প্রাথমিক প্রতিবেদনের সঙ্গে এই আহ্বান জানান। ঐ রিপোর্টে বলা হয় ২০১৬ সাল থেকে ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লংঘনকে দন্ড থেকে ক্রমাগত মুক্তি দেওয়া হচ্ছে।
ঐ প্রতিবেদনে দোষারোপ করা হয়েছে যে ২০১৬ সালের জুলাই মাস থেকে এ বছরের এপ্রিল মাস পর্যন্ত সৈন্যরা ভারত শাসিত কাশ্মিরে ১৪৫ টি অবৈধ হত্যাকান্ড চালিয়েছে এবং জঙ্গিরা আনুমানিক কুড়ি জনকে হত্যা করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রক এই প্রতিবেদনকে ভুল , পক্ষপাত দুষ্ট এবং উদ্দেশ্য প্রণোদিত বলে নাকচ করে দিয়েছে। তারা বলছে যে প্রধানত প্রমাণবিহীন তথ্যে সংগ্রহ হচ্ছে এই রিপোর্ট
জেইদ বলেন যে জাতিসংঘের মানবাধিকার পরিষদ আগামি সপ্তায় জিনিভায় নতুন অধিবেশন শুরু করলে তিনি কাশ্মিরের ব্যাপারে তদন্ত শুরু করার কথা বলবেন।ঐ প্রতিবেদনে বলা হয় যে পাকিস্তান শাসিত কাশ্মিরে মানবাধিকার লংঘন করা হয় ভিন্ন ভাবে । সেখানে মতামত প্রকাশ ও সমাবেশের ওপর নিষেধাজ্ঞার প্রতি মনযোগ আখর্ষণ করে রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনী , নিয়ন্ত্রণ রেখার অপর পারে সশস্ত্র গোষ্ঠিগুলোর তৎপরতাকে ক্রমাগতই সহায়তা দিয়ে যাচ্ছে।