সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি খসড়া প্রস্তাবে ভোট দেবে যে প্রস্তাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জেরুসালেমকে যে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন তা প্রত্যাখ্যান করা হবে।
নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্যের একটি হচ্ছে যুক্তরাষ্ট্র এবং আমেরিকার ভিটো দেওয়ার ক্ষমতা আছে। তাই মনে করা হচ্ছে মিশর যে প্রস্তাব প্রণয়ন করেছে তা সম্ভবত পাশ হবে না।
এ মাসের গোড়াতে ট্রাম্প ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুসালেমকে স্বীকৃতি দিয়ে এবং আমেরিকার দূতাবাস তেল আভিভ থেকে জেরুসালেমে হস্তান্তরের যে ঘোষণা করেন, খসড়া প্রস্তাবে সে বিষয়ে গভীর দু:খ প্রকাশ করা হয়েছে।