অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘ বলেছে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানরা জাতিগোষ্টিগত নির্মূল অভিযানের শিকার হচ্ছে


Smoke is seen on Myanmar's side of border as an exhausted Rohingya refugee woman is carried to the shore after crossing the Bangladesh-Myanmar border by boat through the Bay of Bengal, in Shah Porir Dwip, Bangladesh September 11, 2017.
Smoke is seen on Myanmar's side of border as an exhausted Rohingya refugee woman is carried to the shore after crossing the Bangladesh-Myanmar border by boat through the Bay of Bengal, in Shah Porir Dwip, Bangladesh September 11, 2017.

মিয়ানমারে প্রচন্ড সহিংসতায়, সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে চলে যেতে যে বাধ্য হচ্ছে এবং সে কারণে মিয়ানমারের বিরুদ্ধে যে তীব্র আন্তর্জাতিক সমালোচনা হচ্ছে, জাতিসংঘের মানবাধিকার প্রধান তাতে যোগ দিয়েছেন।

সোমবার জিনিভায়, জাতিসংঘের মানবাধিকার পরিষদে ভাষণ দেওয়ার সময়, Zeid Ra'ad al-Hussein বলেছেন তার দফতর এ সম্পর্কে অনেক রিপোর্ট পেয়েছে। তারা এমন ছবি পেয়েছে যে মিয়ানমার নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় মিলিশিয়া বাহিনী পুরো রোহিঙ্গা গ্রাম পুরিয়ে দিচ্ছে এবং বিচার বহির্ভূত হত্যাকান্ড চালাচ্ছে। তিনি বলেছেন সেখানে জাতিগোষ্টিগত নির্মূল অভিযান চালানো হচ্ছে।

XS
SM
MD
LG