জাতিসংঘের একটি তথ্যানূসন্ধানী মিশন, রোহিঙ্গা সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে মিয়াম্মার সামরিক বাহিনীর পরিচালিত মানবাধিকার লংঘনের দায়ে তাদেরকে অভিযুক্ত ক’রতে, মিয়াম্মারের সামরিক বাহিনীর সঙ্গে সকল প্রকার সম্পর্ক ছিন্ন ক’রতে সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছে।
জাতিসংঘের বিশেষ ঐ প্যানেল – এর আগেও , দু’ হাজার সতেরোর আগস্ট মাসে রোহিঙ্গা মূসলিমদের বিরুদ্ধে নৃশংস অত্যাচার নিপিড়ন চালানোর দায়ে মিয়াম্মারের সেনাবাহিনীকে অভিযুক্ত ক’রেছিলো।
সাত লক্ষেরও বেশি রোহিঙ্গা উত্তর পশ্চিমাঞ্চকবর্তী রাখাইন প্রদেশ ছেড়ে সীমান্ত পেরিয়ে – ঐ পোড়ামাটি নীতির আঘাত হ’তে প্রাণ বাঁচাতে পালিয়েছিলো বাংলাদেশে।
বাস্তুচ্যুত – ভিটেমাটি থেকে উৎখাত, হাজার হাজার রোহিঙ্গার সাক্ষাতকার থেকে জানা যায ঐসব নৃশংস, নিগ্রহ-নির্যাতনের সঙ্গে চ’লেছিলো দঙ্গলবদ্ধ বলাৎকার- বিচার বহির্ভুত হত্যাযজ্ঞ – গ্রামের পর গ্রামে জ্বালাও পোড়াও অভিযান।