অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া সামরিক মহড়া বাতিল করেছে 


যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া তাদের দুটি বৃহৎ আকারের সামরিক মহড়া বাতিল ঘোষণা করেছে। কোরিয় উপদ্বীপকে সম্পূর্ণ ভাবে পরমাণু অস্ত্র-মুক্ত করার লক্ষ্যে দুই দেশ এই সিদ্ধান্ত নিয়েছে। পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার ফোন আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী প্যাট্রিক শ্যানাহান এবং দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জেওং কেওং ডুকি রিজল্ভ অ্যান্ড ফয়েল ঈগল নামের সামরিক মহড়া বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

পেন্টাগণের বিবৃতিতে আরও জানানো হয় যে দু’দেশের প্রতিরক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্র এবং রিপাবলিক অফ কোরিয়ার মধ্যে সামরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে রাজী আছেন এবং তারা কূটনৈতিক বিষয়েও সমর্থন সহযোগিতা চালিয়ে যাবেন।

এদিকে, ব্যাপক বিস্তৃত ঐ সামরিক মহড়ার ব্যয় সম্পর্কে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কোন অভিযোগ নেই।

XS
SM
MD
LG