সোমবার উত্তর কোরিয়ার সাম্প্রতিকতম বেলিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বিষয়ে জরুরী আলোচনার প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
যুক্তরাষ্ট্র, জাপানও দক্ষিণ কোরিয়া এই অধিবেশনের আবেদন জানিয়েছে। আজ দুপুরে ওই অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।
উত্তর কোরিয়া রবিবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা বলেছেন ক্ষেপণাস্ত্রটি ৫০০ কিলোমিটার যাওয়ার পর জাপান সাগরে গিয়ে পড়ে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং সোমবার বলেছেন চীন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিরোধীতা করে এবং ওই উৎক্ষেপণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদিত প্রস্তাব লঙ্ঘন করেছে।