অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়াকে তার সর্ব সাম্প্রতিক পারমানবিক পরিক্ষার জন্যে শায়েস্তা করতে যুক্তরাষ্ট্র এবং চীন একটা রফায় উপনিত হয়েছে


জাতিসংঘের কূটনীতিকেরা বলছেন – উত্তর কোরিয়াকে তার সর্ব সাম্প্রতিক পারমানবিক পরিক্ষার জন্যে শায়েস্তা করতে যুক্তরাষ্ট্র এবং চীন মোটামুটিভাবে স্থিরীকৃত একটা রফায় উপনিত হয়েছে । ইতিমধ্যে পিয়ংইয়াং – দক্ষিন কোরিয়ার সঙ্গে তার ১৯ শ’ ৫০ – ১৯ শ’ ৫৩ মধ্যবর্তি সময়ের যুদ্ধের অবসান ঘটিয়েছিলো যে অস্ত্রবিরতি তা মানবে না বলে হূমকি দিয়েছে । জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রূদ্ধদুয়ার আলোচনা-পরামর্শ হয়েছে মঙ্গলবার এবং কূটনীতিকেরা সাংবাদিকদের জানিয়েছেন , সপ্তাহের শেষাশেষি গিয়ে তাঁরা ভোটাভুটির আশা করছেন । নিরাপত্তা পরিষদ ইতিমধ্যেই সর্ব সম্মত ঐকমত্যে ১২ ফেব্রূয়ারির ঐ পারমানবিক পরিক্ষাকে , উত্তর কোরিয়ার পারমানবিক ও ক্ষেপনাস্ত্র কর্মসূচী নিয়ে জাতিসংঘ আরোপিত নিষেধাজ্ঞার মারাত্মক লংঘন বলে ধিক্কার ব্যক্ত করেছে ।
উত্তর কোরিয়াও আগে,অতোখানি যুদ্ধংদেহি না হলেও হূমকি ব্যক্ত করে – যুক্তরাষ্ট্র ও দক্ষিন কোরিয়ার বাত্সরিক যৌথ নৌ মহড়ার সময়টাতে – তাকে উপলক্ষ করে ।
XS
SM
MD
LG