অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘের কর্মকর্তা কায়রোতে , রাজনৈতিক নিস্পত্তির মিশনে


জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক প্রধান এখন কায়রোতে রয়েছেন। তিনি সেই বিভাজিত দেশটির মারাত্মক রাজনৈতিক সঙ্কট নিরসনের লক্ষে আলাপ আলোচনা করবেন। জাতিসংঘের আন্ডার সেক্রেটারী Jeffrey Feltman মঙ্গলবার তিন দিনের সফরে মিশরের রাজধানীতে গিয়ে পৌছান। একজন মুখপাত্র বলছেন যে এটি হচ্ছে শান্তিপুণর্বহাল এবং বোঝাপড়ার জন্যে চাপ সৃষ্টি করার মিশন। আশা করা হচ্ছে যে তিনি সরকারী কর্মকর্তা এবং মুসলিম ব্রাদারহুডের নেতাদের সঙ্গে সলাপরামর্শ করবেন।


Feltman এর এই আগমনের কয়েক ঘন্টা আগে মিশরের অন্তবর্তী সামরিক সরকার ব্রাদারহুডের ধর্মীয় নেতা মোহাম্মদ বাহদিহেকে গ্রেপ্তার করে। জুন মাসে যারা প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পদত্যাগ দাবি করেছিল তাদের ওপর নির্যাতন চালানো এবং হত্যার সন্দেহে সত্তর বছর বয়সী এই লোককে আটক করেছে।

এই সব অভিযোগ তদন্তকালে আদালত বাদিয়েকে ১৫ দিনের জন্যে আটক রাখার নির্দেশ দেয়।
XS
SM
MD
LG