অ্যাকসেসিবিলিটি লিংক

জলবায়ু পরিবর্তনের জন্য মানুষই দায়ী



জাতিসংঘের একটি প্যালেন বলছে, বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির জন্য মানুষই যে দায়ী সে ব্যপারে তারা আগের থেকে আরো বেশী নিশ্চিত হয়েছেন। তারা বলছেন, পূর্বাভাস মতই এই শতকে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে।
জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তসরকার প্যানেল শুক্রবার জানিয়েছে যে বিশ্বের তাপমাত্রা বাড়ার পেছনে প্রধাণত মানুষই যে দায়ী তা এই প্রথম দৃঢ় ভাবে বলা হ’ল।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী কেরী এই সর্ব সাম্প্রতিক রিপোর্টিকে হুঁশিয়ারী বার্তা বলে অভিহিত করেন। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, “যারা বিজ্ঞানকে অস্বিকার করছে এবং তাদের কাজের অজুহাত খুজছে---তারা আগুন নিয়েই খেলছে।”

২০০৭ সালে IPCC’র শেষ রিপোর্টে বলা হয়ে ছিল যে তাপমাত্রা বাড়ার পেছনে সম্ভাবত মানুষই দায়ী।
জাতিসংঘ প্যালেনটি পূর্বাভাস দিয়েছে যে একবিংশ শতকের মধ্যেই বিশ্বের তাপমাত্রা গড়ে বৃদ্ধি পেতে পারে শূন্য দশমিক ৩ থেকে ৪ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস এবং সেই সংগে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও ২৬ থেকে ৮২ সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
XS
SM
MD
LG