অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘ লিবিয়ায় একটি জাতীয় সম্মেলন বাতিল করেছে


মঙ্গলবার জাতিসংঘ জানিয়েছে যে লিবিয়ায় বিবদমান দলগুলোকে একত্রে নিয়ে বসার জন্য রোববার যে জাতীয় সম্মেলন হবার কথা ছিল, ত্রিপোলিতে সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ায় এই ধরণের আলোচনা অনুষ্ঠানের সম্ভাবনা নেই বললেই চলে।

এক বিবৃতিতে জাতিসংঘের লিবিয়া বিষয়ক দূত ঘাসান সালামি বলেন যে তিনি যত শিগগির সম্ভব জাতীয় সম্মেলন অনুষ্ঠানে বদ্ধপরিকর তবে বর্তমানে উপর্যুপরি যে লড়াই চলছে তা রাজনৈতিক প্রক্রিয়ার উপর বিরুপ প্রভাব ফেলছে। সালামে আরও বলেন যে আমরা আলোচনার জন্য এই ঐতিহাসিক সুযোগ হারাতে চাই না। তবে তিনি এ কথাও বলেন যে যখন সাঁজোয়া বাহিনী শেল ছুঁড়ছে এবং বিমান হামলা চলছে তখন আমরা লিবিয়ানদের সম্মেলনে যোগ দিতে বলতে পারি না। কারণ আমাদের এটা নিশ্চিত করতেই হবে যে যারা গোটা দেশ থেকে এই ঐতিহাসিক জাতীয় ঘটনায় যোগ দেয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তারা যেন তাতে যোগ দিতে পারেন এবং মুক্ত ভাবে তাদের মতামত ব্যক্ত করতে পারেন।

দূত বলেন বর্তমানে যে লড়াই আবার মাথাচাড়া দিয়ে উঠেছে তা শেষ করতে তিনি দিন রাত কাজ করে যাবেন। এই সামরিক সংঘাতে দু জন চিকিৎসকসহ অনেক অসামরিক লোকজন প্রাণ হারিয়েছে।

জেনারেল খলিফা হাফতারের নের্তৃত্বাধীন বাহিনী যারা দেশের পুর্বাঞ্চল নিয়ন্ত্রণ করছে তারা রাজধানী ত্রিপোলির দিকে এগিয়ে গেছে । ত্রিপোলির নিয়ন্ত্রণে রয়েছে প্রেসিডেনশিয়াল কাউন্সিল ও প্রধানমন্ত্রী ফায়েজ আল সিরাজ ।

XS
SM
MD
LG