অ্যাকসেসিবিলিটি লিংক

পাঁচ লক্ষ আফগান শরণার্থীর জন্য প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ



ভার্জিনিয়ার ডালেস বিমানবন্দরে আফগানিস্তান থেকে আসা একটি পরিবার, আগমনের পর কাগজপত্র সম্পাদন করতে এগিয়ে যাচ্ছেন, ২৭শে অগাস্ট, ২০২১ -রয়টার্স
ভার্জিনিয়ার ডালেস বিমানবন্দরে আফগানিস্তান থেকে আসা একটি পরিবার, আগমনের পর কাগজপত্র সম্পাদন করতে এগিয়ে যাচ্ছেন, ২৭শে অগাস্ট, ২০২১ -রয়টার্স

জাতিসংঘ শরণার্থী সংস্থা ও শরিক কয়েকটি সংগঠন, তাদের কথায় সম্ভব্য নজিরবিহীন ৫ লক্ষ ১৫ হাজারের বেশি নতুন বাস্ত্যুচুত শরণার্থীর আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশগুলিতে পালিয়ে যাওয়ার সম্ভাবনায় কিছু পরিকল্পনা গ্রহণ করতে শুরু করেছেনI

জাতিসংঘের শরণার্থী সংস্থার সহকারী হাই কমিশনার, কেলি ক্লেমেন্টস বলছেন , বিশাল সংখ্যকশরণার্থীর আগমনের সম্ভাবনায় এই অঞ্চলের স্বাগতিক দেশগুলিকে আর্থিক ও বস্তুগতসহায়তা প্রদানেরপ্রস্তুতি চলছে।

তিনি জানান, জাতীয় কর্তৃপক্ষের সঙ্গে মানবিক সহায়তা বৃদ্ধির ব্যাপারে আলোচনা চলছে।তিনি বলেন এই প্রস্তাবিত পরিকলপনায় আঞ্চলিক ভাবে সাড়া দেয়া শরণার্থী কার্যক্রমের জন্য অতীব গুরুত্তপূর্ণI

সহায়তা কার্যক্রমের বেশির ভাগ অর্থ সম্ভবত ইরান ও পাকিস্তানকে দেয়া হবে,যে দুটি দেশ ইতিমধ্যেই ২২ লক্ষ আফগান শরণার্থীকেআশ্রয় দিয়েছে এবং এদেরঅনেকেই কয়েক দশক ধরে সেখানে বসবাস করছেনI

XS
SM
MD
LG