অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘের মানবাধিকার কর্মকর্তা বলেছেন মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর এখনও জাতিগত নিধনের প্রক্রিয়া অব্যাহত আছে


Andrew Gilmour, UN Assistant Secretary-General for Human Rights visits Rohingya camp in Bangladesh.
Andrew Gilmour, UN Assistant Secretary-General for Human Rights visits Rohingya camp in Bangladesh.

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর এখনও জাতিগত নিধনের প্রক্রিয়া অব্যাহত আছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

চারদিন ব্যাপী বাংলাদেশের কক্স বাজার জেলায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত সহকারী মহাসচিব এন্ডরু গিলমর মঙ্গলবার এক বিবৃতিতে বলেন সেখানে যা দেখেছি এবং শুনেছি তাতে এটাই প্রতীয়মান হয় যে রাখাইনে এখনও মিয়ানমার কর্তৃক জাতিগত নিধনের অভিযান চলছে।

তিনি বলেন এটা পরিষ্কার যে মিয়ানমার রাখাইনে ব্যাপক এবং পরিকল্পিত ভাবে রোহিঙ্গা জন জনগোষ্ঠীর ওপর নিপীড়ন-নির্যাতন চালান অব্যাহত রেখেছে।এন্ডরু গিলমর বলেন রাখাইনে বর্তমানে রোহিঙ্গাদের ওপর মায়ানমার তার গতবছরেরে হত্যা, ধর্ষণ এবং অগ্নিসংযোগের মত নির্যাতনের ধরন পরিবর্তন করে এখন সন্ত্রাসী কার্যক্রম এবং
জোর পূর্বক উপবাস রাখার পন্থা অবলম্বন করে চলেছে যাতে অবশিষ্ট রোহিঙ্গারা দেশ ছেড়ে বাংলাদেশে পালিয়ে যায়।

উল্লেখ্য, গতবছর ২৫ শে আগস্টের পর রাখাইনে মিয়ানমার সেনাদের নির্যাতন শুরুর পর এ পর্যন্ত বাংলাদেশে ৭ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।

ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।

please wait

No media source currently available

0:00 0:00:51 0:00


XS
SM
MD
LG