অ্যাকসেসিবিলিটি লিংক

বর্মার দাঙ্গায় গৃহচ্যূত বাইশ হাজার : জাতিসংঘ


বর্মায় জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা বলছেন যে রাখাইন রাজ্যে এক সপ্তা ধরে রাখাইন বৌদ্ধ এবং রোহিঙ্গা মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গায় বাইশ হাজার লোক গৃহচ্যূত হয়েছে।

রেঙ্গুনে জাতিসংঘের প্রধান অশোক নিগম আজ বলেন যে যারা বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেছে তাদের কাছে ত্রাণ পাঠানো একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে কারণ কেউ কেউ নৌকায় করে পালিয়েছে আবার অনেকেই পাহাড়ের চূড়ায় আশ্রয় নিয়েছে।

গতকালই বর্মার সরকার বলে যে এই লড়াইয়ে গত সপ্তায় ২৮০০ টি বাড়ি ভষ্মিভূত হয়েছে এবং ৬৭ জন নিহত হয়েছে।

শনিবার এক বিবৃতিতে নিউ ইয়র্ক ভিত্তিক হিউমান রাইটস ওয়াচ বলে যে তারা আশং্কা করছে যে ঐ লড়াই থেকে পালিয়ে আসছে যারা সেই সব প্রত্যক্ষ দর্শীদের বিবরণ থেকে মনে হচ্ছে যে মুসলমানদের ই এ্ই হামলার লক্ষবস্তু করা হয়েছে।
XS
SM
MD
LG