অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘের প্রধান সিরিয়ায় অস্ত্র বিরতি কার্যকর হবে বলে আশা করছেন


U.N. Secretary General Antonio Guterres speaks at the Munich Security Conference in Munich, Germany, Feb. 16, 2018.
U.N. Secretary General Antonio Guterres speaks at the Munich Security Conference in Munich, Germany, Feb. 16, 2018.

জাতিসংঘের মহাসচীব অ্যানটোনিও গুটেরেস সোমবার বলেছেন নিরাপত্তা পরিষদ যে সব প্রস্তাব অনুমোদন করে সেগুলো অর্থবহ হয় যদি সেগুলো কার্যকর ভাবে বাস্তবায়ন করা হয়। তিনি আবারও বলেন ঘুটার অবরুদ্ধ পুর্বাঞ্চলে সিরিয়ানরা মানবিক সাহায্যের জন্য আর অপেক্ষা করতে পারছেন না।

শনিবার নিরাপত্তা পরিষদ দাবী জানায় যে সিরিয়ায় দেশব্যাপী ৩০ দিনের জন্য অস্ত্র বিরতি কার্যকর হোক। এছাড়াও নিরাপত্তা পরিষদ আহ্বান জানিয়েছে যেন অবরোধ তুলে নেওয়া হয় যাতে চিকিৎসা ও উদ্ধার কর্মীরা সেখানে যেতে পারে।

কিন্তু সহিংসতা বন্ধ হয়নি। জাতিসংঘ এবং সিরিয়ার যুদ্ধে যারা নজর রাখছে তারা জানিয়েছে সোমবার ঘুটার পুর্বাঞ্চলে নতুন করে বিমান হামলা হয়। দামেস্কের উপকন্ঠে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় গত সপ্তাহে ৫০০ বেশি মানুষ নিহত হয়।

XS
SM
MD
LG