যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সোমবার নিউ ইয়র্কে দেওয়া এক ভাষণে জাতিসংঘের বলিষ্ঠ সংস্কারের আবেদন জানান। তিনি বলেন তা করলে, জাতিসংঘ শান্তির পক্ষে এক বড় শক্তি হয়ে দাড়াবে।
আমেরিকান নেতা আট মাস আগে ক্ষমতা হাতে নেওয়ার পর এই প্রথম জাতিসংঘে গেলেন।
সংস্কারের পরিকল্পনার জন্য, ট্রাম্প জাতিসংঘের মহাসচীব অ্যনটোনিয় গুয়েটারাসের প্রশংসা করেন ।
জাতিসংঘে, আমেরিকার রাষ্ট্রদূত নিকি হেলি, সংস্কারমুখি ওই গ্রুপে তাঁর ভাষণে বলেছেন যে ১৯৩ সদস্যের বিশ্ব সংস্থা সম্পূর্ণ ভাবে সংস্কারের দিকে এগুচ্ছে এবং তারা কর্ম তৎপর।
রবিবার তিনি সিএনএন টেলিভিশনে বলেছেন, “আমরা বলেছি আমরা যা ব্যয় করি আমাদের তার মূল্য পেতে হবে এবং আমরা যা দেখছি তা হচ্ছে, আন্তর্জাতিক কমিউনিটি, আমদের সঙ্গে আমাদেরই পাশাপাশি সংস্কারকে সমর্থন করছে। জাতিসংঘে এখন একটি নতুন দিন।”
ট্রাম্প প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে, জাতিসংঘের সমালোচনা করতেন। তখন তিনি দাবী করতেন যে ওই প্রতিষ্ঠান, গণতন্ত্র, স্বাধীনতা এমন কি যুক্তরাষ্ট্রের বন্ধু নয়।
প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন।