অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেছেন ট্রাম্প প্রয়োজন হলে সিরিয়ায় আবার আক্রমণ চালাবেন


U.S. Ambassador to the United Nations Nikki Haley shows pictures of Syrian victims of chemical attacks as she addresses a meeting of the Security Council on Syria at U.N. headquarters, in New York, April 5, 2017.
U.S. Ambassador to the United Nations Nikki Haley shows pictures of Syrian victims of chemical attacks as she addresses a meeting of the Security Council on Syria at U.N. headquarters, in New York, April 5, 2017.

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এই ইঙ্গিত দিচ্ছেন যে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যদি মনে করেন সিরিয়ায় আরও সামরিক আক্রমণ চালানোর প্রয়োজন আছে, তিনি তা করবেন।

রাষ্ট্রদূত নিকি হেলি রবিবার সিএনএন টেলিভিশনে বলেন, “তিনি এখানে থামবেন না। তিনি যদি প্রয়োজন মনে করেন তিনি তা করবেন।”

কিন্তু হেলি এবং পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসান , সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ কে ক্ষমতা থেকে সরানোর বিষয়ে কতটা অগ্রাধিকার দেওয়া হবে সে সম্পর্কে মিশ্র ইঙ্গিত দেন।

হেলি বলেন “আমরা মনে করি প্রশাসনে পরিবর্তন আসবে।”

কিন্তু টিলারসান বলেন ইসলামিক স্টেটকে পরাজিত করাটা হচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান লক্ষ্য।

XS
SM
MD
LG