অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনের ৫০-এর বেশি সরকার-বিরোধী বিক্ষোভকারী নিহত - জাতিসংঘ


ইয়েমেনের ৫০-এর বেশি সরকার-বিরোধী বিক্ষোভকারী নিহত - জাতিসংঘ
ইয়েমেনের ৫০-এর বেশি সরকার-বিরোধী বিক্ষোভকারী নিহত - জাতিসংঘ

ইয়েমেনের বিভিন্ন রণাঙ্গনে জোর লড়াই চলছে – লড়াই চলছে উপজাতি দল নেতার এলাকাতেও, যে নেতা বিরোধি পক্ষকে সমর্থন করছেন । রাজধানী সানায় সরকারী বাহিনী শেখ সাদেক আল আহমারের বাসভবনে চড়াও হয়েছে । উপজাতি দলের লড়াকুরা সানায় বেশ কয়েকটি সরকারি ভবন দখল করেছে । ইতিমধ্যে তাইজে লড়াই অব্যাহত রয়েছে – লড়াই চলছে রাজধানি সানাতে – যাতে বোঝা যায় উপজাতিয় নেতৃবৃন্দ ও প্রেসিডেণ্ট আলী আব্দুল্লা সালের অনুগত বাহিনীর মধ্যেকার সন্ধি এখন আর অক্ষত নেই । জাতিসংঘ মানবাধিকার সংস্থা বলছে – ইয়েমেনি সৈন্যেরা রবিবার থেকে নিয়ে এ পর্যন্ত তাইয শহরে ৫০-এরও বেশি সরকার বিরোধি প্রতিবাদিকে হত্যা করেছে বলে তাঁদের কাছে খবর এসেছে ।

মানবাধিকার সংস্থার প্রধাণ নাভি পিল্লাই সরকারের তরফে প্রতিবাদদীদের ওপর এই বাড়াবাড়ি রকমের বলপ্রয়োগে ধিক্কার ব্যক্ত করেছেন – বলেছেন, মানুষের মানবাধিকার যাতে সুরক্ষিত থাকে সেদিকে সরকারকে অবশ্যই খেয়াল রাখতে হবে ।

XS
SM
MD
LG