অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে এক কোটি ৬০ লাখ মানুষ বেকারত্ব ক্ষতিপূরণ দায়ের করেছেন


যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ বৃহস্পতিবার জানিয়েছে, করোনাভাইরাস মহামারীর কারণে ব্যবসা বাণিজ্য বন্ধ থাকায় গত সপ্তাহে আরো ষাট লক্ষেরও বেশী কর্মী বেকারত্ব ক্ষতিপূরণ দায়ের করেছেন।

নতুন পরিসংখ্যান সহ বেকারত্ব ক্ষতিপূরণ দায়ের করা মোট কর্মীদের সংখ্যা দাঁড়ালো এক কোটি ৬০ লক্ষে। বৃহৎ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া বা কঠোরভাবে সীমাবদ্ধ করার কারণে আগামী কয়েক সপ্তাহে আরো কয়েক লক্ষ কর্মচারী বেকারত্ব ক্ষতিপূরণ দায়ের করবেন বলে ধারনা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন দ্রুত গতিতে ছাঁটাইয়ের ঘটনা নজিরবিহীন, যদিও অর্থনৈতিক ক্ষতির পরিমাণ সুনির্দিষ্টভাবে জানা যায়নি। ২০০৮-২০০৯ মহা মন্দার সময় ৮৬ লক্ষ লোকের চাকরি হারাতে দুই বছর সময় লেগেছিল।

অসংখ্য অর্থনৈতিক পূর্বাভাসকারীরা বলেছেন যে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ইতোমধ্যে মন্দার মাঝে রয়েছে।

XS
SM
MD
LG